রবিবার , ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় মোমবাতির আগুনে বসত ঘর ভস্মীভূতঃ ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জুন, ২০২৪

ভাঙ্গায় মোমবাতির আগুনে বসত ঘর ভস্মীভূতঃ ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

বিপ্লব কুমার দাস,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে বসত ঘর সহ ২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে । মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। (৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে বারেক মীরের পুত্র রিপন মীরের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রকাশ।
এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ঝড় বাতাস ও বৃষ্টির কারনে এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় রিপনের ঘরে মোমবাতি জালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আগুনের তাপদাহে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা বসত ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে । এ সময় তাদের আর্ত চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বসত ঘর সহ পুড়ে ছাই হয়ে যায়। কাউলীবেড়া ইউনিয়নের সদস্য সাজেদুল হক ছারে বেপারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে । এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার , মোবাইল, আসবাবপত্র সহ ঘরে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে ।