রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভালুকায় ৯ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

ভালুকায় ৯ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু

হারুন অর রশিদ সাকিব ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে
৯দিনব্যাপী একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে অমর
একুশে বইমেলা শুরু করা হয়েছে। মেলাটির আয়োজন করেছে ভাষা সৈনিক
মোস্তফা এম এ মতিন স্মৃতি পরিষদ নামে স্থানীয় একটি সংগঠন। মেলায়
২০টিরও অধিক বুক স্টল রয়েছে।

স্টলগুলোতে বইয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের
উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এদিকে এ মেলায় দর্শনার্থীদের সংখ্যাও ছিল চোখে
পরার মতো। বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সন্ধ্যায়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে সভা
অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কন্যা
ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মনিরা
সুলতানা মনি।

বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ¦ এম এ ওয়াহেদ, উপজেলা
আ’লীগ সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ¦
গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস
চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ
প্রমুখ। সভা পরিচালনা করেন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া। পরে অতিথিরা
মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।