শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গণমানুষের আওয়াজ পত্রিকা ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মার্চ, ২০২৪

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি- গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গতকাল ১৯ মার্চ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হলো দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে অতিথিরা তাদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তব্য রাখেন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি-একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সহ-সভাপতি মুনির চৌধুরী,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের অতিরিক্ত সম্পাদক ও ময়মনসিংহ জার্নাল সম্পাদক স্বাধীন চৌধুরী, অনিন্দ্যবাংলার সম্পাদক অনিন্দ্য মিন্টু, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক ফজলুল হক, সাংবাদিক আসাদুজ্জামান, তারিক উল হক তারেক, রিংকন মন্ডল রিংকু, বিপ্লব দে নিভ, আমিনুল ইসলামসহ
আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি কবি শরৎ সেলিম।

বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলে।
ইফতার গ্রহণের পর দ্বিতীয় পর্বে- কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।