শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মণিরামপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির ঈদ উপলক্ষে নির্দেশনা মূলক পরামর্শ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
মণিরামপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির ঈদ উপলক্ষে নির্দেশনা মূলক পরামর্শ
শফি সম্রাট (মণিরামপুর প্রতিনিধি):-আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশনা মূলক পরামর্শ দিয়েছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম মেহেদী মাসুদ ৷ সোমবার (৮ এপ্রিল) মণিরামপুর থানার নিজ অফিস রুমে  উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের গণমাধ্যম  কর্মীদের নিয়ে  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেয়া হয়। পরামর্শগুলো হলো, পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণের সময় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি না চালাতে তাগিদ দিবেন । জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করবেন না।যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হউন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং করবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার খাবেন না। এছাড়া, চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করবেন না। ক্লান্তি বা অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন।