রবিবার , ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মনিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি পালিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মনিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি পালিত

পারভেজ আলী মোহর, যশোর স্টাফ রিপোর্টার

যশোর মনিরামপুর পৌরসভাস্থ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কমকর্তা ও কর্মচারীদের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বির্নিমাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণের দাবিতে কর্মবিরতি (বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা তাদের  দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তাদের দাবিগুলো মেনে না নিলে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৃহৎ কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন৷”