রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মহেশখালী উপজেলা নির্বাচন প্রতীক পাবার পরই প্রচারণায় সরগরমদ্বীপ, মাঠ গোছানো আছে হাবিব উল্লাহ’র, দখলে মরিয়া জয়নাল -কুদ্দুস 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
মহেশখালী উপজেলা নির্বাচন
প্রতীক পাবার পরই প্রচারণায় সরগরমদ্বীপ, মাঠ গোছানো আছে হাবিব উল্লাহ’র, দখলে মরিয়া জয়নাল -কুদ্দুস
এম সেলিম  কক্সবাজার প্রতিনিধ
প্রতীক বরাদ্দ পেয়েই দ্বীপ উপজেলা মহেশখালীতে শীর্ষ প্রার্থীদের সমর্থকরা প্রচার মিছিল করেছেন। মাইকিং প্রচারণাও চলছে প্রধান সড়ক-গ্রামের অলি-গলিতে। তৈরি পোস্টারও চলে গেছে তৃণমূলে। সেই পোস্টার শোভা পাচ্ছে হাট ঘাটের বিভিন্ন স্থানে। তবে এই তীব্র গরমেও মাঠ গরম করে রেখেছেন প্রার্থীদের সমর্থকরা। প্রার্থীরা বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় সভা করেছেন। মনোনয়ন সংক্রান্ত জটিলতা কাটিয়ে এখন রাতদিন মাঠেই কাজ করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে প্রতীক পাওয়ার পর শোডাউন করে আচারণ বিধি লঙ্গণ করতে দেখা গেছে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। এতে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনি ভোটার মাঠ।
এদিকে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে  প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) কক্সবাজার জেলা নির্বাচন সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব (টুপি), গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল) জয়নাল আবেদীন (দোয়াত কলম), শরীফ বাদশা (আনারস), আব্দুল্লাহ আল নিশান (চিংড়ি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোহাম্মদ আবু ছালেহ (বই), জাহেদুল হুদা (চশমা), মিফতাহুল করিম বাবু (মাইক), মঈন উদ্দীন তোফায়েল (উড়োজাহাজ), এড. শাহাজাহান পারুল (তালা), মনোয়ারা কাজল (কলস), মিনুয়ারা মিনু (ফুটবল), জাহানারা বেগম (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পরপর প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। পোস্টার ব্যানার ফেস্টুনও লাগানো শুরু হয়েছে। এক কথায় জমে উঠতে শুরু করেছে ‍নির্বাচনের পরিবেশ। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দ্বীপ উপজেলা মহেশখালী প্রতিটি অলিগলি। প্রার্থীরা যাচ্ছেন ভোটাদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
অপরদিকে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে ভোটার মাঠে রয়েছে ৩ জন তারা হলেন, হাবিব উল্লাহ হাবিব মার্কা টুপি, গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল) জয়নাল আবেদীন (দোয়াত কলম),। এ তিন জনের মধ্যে হেভিওয়েট প্রার্থী হাবিব উল্লাহর আগে থেকে ভোটার মাঠ গুছানো থাকলেও জয়নাল ও গোলাম কুদ্দুস দুইজনে মাঠ দখলে মনিয়া।
এদিকে প্রার্থীরা ভোটযুদ্ধে নানাভাবে প্রচারণায় নামলেও এখনো কোন প্রার্থী কারো বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ বা প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেননি কেউ।
মহেশখালী উপজেলায় মোট ২৫৭৪৫৮ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১৩৭৮৯০ জন পুরুষ ভোটার এবং ১১৯৫৬৮ জন মহিলা ভোটার।
মহেশখালী নির্বাচনি কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পাল  জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে কমিশন। আর ভোটার মাঠে কোন প্রার্থী আচারবিধি লঙ্গণ করলে অভিযোগ পেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে