মেহেরপর গাংনীতে ঔষধ ভেবে বৃদ্ধ মহিলা বিষপান করে

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টার

মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে ঔষধ ভেবে বিষপান করে রহিমা খাতুন(৮০) নামের এক নারীর মৃতু্‌্য শয্যায়।
রহিমা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের মাঝপাড়া এলাকার সলেমান মন্ডলের স্ত্রী, বুধবার ৩ জুলাই দুপুরের দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
রহিমা খাতুনের ছেলে আব্দুর রহসান জানান, প্রায় ৭/৮ মাস পূর্বে আমার মা চোখের সমস্যা নিয়ে ঔষধ খাচ্ছেন,সে চোখে দেখতে পাইনা, আজকে পরিবারের লোকজন অন্যকাজে ব্যস্ত ছিলেন, এসময় সে ঔষধ ভেবে ঘরে থাকা বিষ খেয়ে ফেলেছেন,পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।