শুক্রবার , ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে জিলহজ, ১৪৪৫ হিজরি

মেহেরপুরে অসহায় রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন জনপ্রশাসন মন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

মেহেরপুরে অসহায় রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন জনপ্রশাসন মন্ত্রী

মোঃআব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টারঃ

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোক সহ অসহায় রুগিদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে চেক বিতরণ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৩৪ জনের মাঝে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪ জনের মাঝে ৭ লক্ষ টাকা, মুজিবনগর উপজেলা ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকা এবং গাংনী উপজেলায় ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকা চেক বিতরণ করেন।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,শহর সমাজসেবা পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন,জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর উপস্থিত ছিলেন।