শুক্রবার , ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

যশোর আ’লীগ নেত্রীর ছেলে সাকিব ইকবালের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ স্টেডিয়াম পাড়াবাসী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুন, ২০২৪

যশোর আ’লীগ নেত্রীর ছেলে সাকিব ইকবালের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ স্টেডিয়াম পাড়াবাসী

বিশেষ প্রতিবেদক

যশোর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলের সন্ত্রাসী বাহিনীর অপ তৎপরতায় অতিষ্ঠ হয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্টেডিয়াম পাড়াবাসী। জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের বিরুদ্ধে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার বরাবর এই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্টেডিয়াম পাড়া, পৌর হকার্স মার্কেট ও খড়কি এলাকায় অব্যাহতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এই চক্রটি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঈদের রাতেও (১৬ জুন) সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসীরা মনিরুল ইসলাম মুন্না নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
এর আগে গত ৮ মে স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী তৌফিক ইকবালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে। গত ২৫ মার্চ মদ্যপ অবস্থায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামের নৈশপ্রহরী রয়েল হোসেনকে বেদম মারপিট ও নির্যাতন চালায়। ১৬ জানুয়ারি স্টেডিয়ামপাড়ায় আজিজুল ইসলাম নামে নামে এক দিনমজুরের ওপর নির্যাতন চালায়।
সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আতিয়ার রহমানের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি প্রদান করেছে। বিভিন্ন সময় পৌরপার্কে ছিনতাইয়ের ঘটনায়ও এই চক্র জড়িত। এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, হামলা, হত্যার হুমকিসহ নানা অপকর্মের অসংখ্য অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এসব ঘটনায় থানায়ও একাধিকবার অভিযোগ করা হয়েছে। হত্যা প্রচেষ্টাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশকিছু মামলা রয়েছে সাকিবের বিরুদ্ধে।
সাকিবের মা মহিলা আওয়ামী লীগ নেত্রী হওয়ায় প্রভাব বিস্তার করে তিনি এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়। স্মারকলিপিতে স্টেডিয়াম পাড়াবাসী দ্রুত সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক
হায়াতুজ্জামান, স্টেডিয়ামপাড়ার বাসিন্দা  আবুল কালাম আজাদ, গোলাম মোর্শেদ লিন্টু, তাজউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, মুয়িদ হোসেন সুমন প্রমুখ।
এ বিষয়ে সাকিব ইকবালের মা, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশীন সুলতানা সুমি জানান, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের কারণে একটি পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেছেন, যশোর শহরের ৫ নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া এলাকাবাসী একটি স্মারকলিপি বা অভিযোগ দিয়েছে বৃহস্পতিবার (২৭ জুন)। বিষয়টি তদন্ত করবে পুলিশ। কেউ এলাকায় শান্তি বিনষ্ট বা বিশৃঙ্খলা করছে পুলিশ কাউকে ছাড় দেবে না, তিনি যে রাজনীতি বা ব্যক্তির ছত্রছায়াতে থাকুন না কেন।