শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

রংপুর ঢাকা মহাসড়কে ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নয়ন কুমার : বিশেষ প্রতিনিধি রংপুর- পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান,এএসআই আহসান হাবীব, এএসআই মুকুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ অদ্য ২৮/০৩/২০২৪ খ্রিঃ ১২.৩০ ঘটিকা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ০১ নং ওয়ার্ডের অন্তগর্ত মহেশপুর মৌজাস্থ জনৈক মোঃ সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে মহাসড়কে ঠাকুরগাঁও জেলা হতে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহি বাস, যাহার রেজি নং-রংপুর-ব-১১-০০১৮, উক্ত বাসটি চেকিং করাকালে বাসের যাত্রী ধৃত আসামী মীর মোঃ সানোয়ার হোসেন (২৭), পিতা-মীর মোঃ আঃ সালাম, মাতা-মৃত ময়না বেগম, সাং-বনোকগ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল এর পায়ের নিচে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৭২ (বাহাত্তর) বোতল এবং একটি নেভী ব্লু রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২৮ (আঠাশ) বোতল সর্ব মোট-(৭২+২৮)=১০০ (একশত) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান-(১০০X২,৫০০)=২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
উক্ত ব্যক্তির নামে একাধিক মাদক মামলা রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়।