সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

রাজশাহীর বাঘাতে ঝড়ে বটগাছ উপরে পড়ে নিহত ৩,আহত ৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুন, ২০২৪

মোঃ ফিরোজ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘাতে ঝড়ে বটগাছ উপরে পড়ে নিহত ৩,আহত হয়েছে ৪জন।

রাজশাহীর বাঘায় মঙ্গলবার ৫ জুন ২০২৪ দিবাগত রাত সারে আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় নামক স্থানে ভিষণ ঝড়ে বটগাছটি উপড়ে যায় ঘটনা স্থলে গাছটির নিচে পড়ে তিনজন মারা গেয়াছেন।

নিহতরা ৩ জন হলেন জালাল উদ্দিন,(৪০), পিতা মুরাদ ,জাকিরুল(৩০) পিতা রিয়াজ, সেন্টু(৪০) হাসেন।

আহতরা হলেন _আবু তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। এদের সকলের বাড়ি চক বাউসা গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এসারুল্লাহ জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়, এ সময় বটগাছ উপড়ে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন তারা।