সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি

রানীশংকৈলে বিনামুল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুন, ২০২৪

রানীশংকৈলে বিনামুল্যে সার-বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে  আমন ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামুল্যে সার ও উপসী জাতের বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯.০৫ মিনিটে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে সার বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, সারমিন আক্তার, উপজেলা জা’পা  সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলামসহ উপকারভোগী কৃষক/কৃষাণিরা উপস্থিত ছিলেন।
এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রানীশংকৈল উপজেলার ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ০৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।