শনিবার , ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

লক্ষীপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ০৭

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপুর:লক্ষীপুরে আজ বিশেষ অভিযানে পূর্বের নিয়মিত মামলা ও সিআর পরোয়ানাভুক্ত আসামী সহ অন্যান্য আইনে আসামী গ্রেফতার-০৭ জন। ডিউটি অফিসার এস আই কেসব চৌধুরী বলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগরে আজ, মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম স্যারের দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ তহিদুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে এস আই মোঃ আমির হোসেন, এস আই সুমন কবির মৃধা, এস আই মোহাম্মদ ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া  পূর্বের নিয়মিত মামলা ও সিআর পরোয়ানাভুক্ত আসামী সহ অন্যান্য আইনের আসামী ১। মোঃ ইব্রাহিম শেখ (৩১), পিতা মৃত ময়নল শেখ, মাতা মোছাঃ ফুয়ারা শেখ , সাং (খোড়াছড়া, ৩নং ওয়ার্ড, শেখ গোষ্ঠী) ২। মোঃ আইয়ুব আলী (২৯), পিতা মোঃ আব্দুল রাজ্জাক, মাতা মোছাঃ নুর জাহান , সাাং- জয়নগর, ১নং ওয়ার্ড, শেখ গোষ্ঠী, ৩। মোঃ হজরত আলী (২৪), পিতা মোঃ আজিজুল হোসেন, মাতা আমিনা বেগম , সাং-(জয়নগর, ১নং ওয়ার্ড, শেখ গোষ্ঠাী) , ৪।  মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা মৃত মোঃ ‍উজাল শেখ, মাতা শিরিয়া বেগম , সাং-(জয়নগর, ০১ নং ওয়ার্ড, শেখ গোষ্ঠী), ৫। মোঃ মঞ্জু(৩২), পিতা মোঃ আঃ সাত্তার, মাতা আফসানা , সাং- (হাসনাত, ১নং ওয়ার্ড, শেখ গোষ্ঠী) , সর্বথানা : সিরাজগঞ্জ সদর, জেলা : সিরাজগঞ্জ, ৬। মোঃ রাজু হোসেন, পিতা মৃত হাফিজ উল্যা, সাং- চর কালকিনি পার্ট, থানা : কমলনগর, জেলা : লক্ষ্মীপুর, ৭। মোঃ বেল্লাল হোসেন (২৩), পিতা নুরুল ইসলাম , সাং- (জাহাজমারা, ৯নং ওয়ার্ড, কাঞ্চনবাজার ইউপি), থানা : সুবর্ণচরজেলা :নোয়াখালীদেরকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতার পরবর্তী আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়।