শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লালমনিরহাটে  জমে উঠেছে,ক্রেতাদের ভীড়ে শপিং মল গুলো 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

মোঃআনোয়ারুল ইসলাম অপূর্বঃস্টাফ রিপোর্টার– লালমনিরহাট সহ, আশেপাশের বিভিন্ন বাজার গুলোতে শুরু হয়েছে ঈদের বাজার। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় এবং কোলাহলে যেন মুখরিত হয়ে উঠেছে জামা কাপড়ের ছোট বড়  শপিং  মল গুলো। জামা কাপড়ের দোকান কিংবা শপিং মল গুলোতে
প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে এধরনের দৃশ্যের চিত্র। কয়েক দিনের অত্যন্ত দাবদাহে সৃষ্টি হওয়া তীব্র গরমকে উপেক্ষা করে চলছে ক্রেতাদের পছন্দের পোশাক কেনার প্রতিযোগীতা।তবে এসব শপিং মলে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতিই অত্যন্ত বেশি। ১৫ রমজান থেকে স্বাভাবিক ভাবে জমে উঠেছে ইদের শপিং বলে বিক্রেতারা লালমনিরহাটের ছোট বড়  শপিং মল কিংবা বেশ কিছু পোশাকের দোকান ঘুরে দেখা গেছে
নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। দোকান মালিক সূত্রে জানা যায়,এবার ঈদে নারী
ক্রেতাদের চাহিদা বেশী টুপিস থ্রি পিস আলিয়া কার্টিন নায়রা কার্ট ড্রেস গাউন সেলোয়ার-কামিজ, পুরুষদের চাহিদা শুধু পাঞ্জাবিতে। শুধু শহরের শপিংমল গুলোতে নয় একই পরিস্থিতি বিরাজ করছে গ্রাম গঞ্জের বিভিন্ন হাট-বাজার গুলোতেও। লালমনিরহাটের বি,ডি,আর হাট মসজিদ মার্কেট, বাটা মোড়,পৌরসভা গোশলা বাজার সহ আরও কয়েকটি মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা জানা যায় যে।এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দাম একটু বেশী, একারণে ক্রেতাদের সঙ্গে  দর কষা কষি করতে হয় আমরা সীমিত লাভে পোশাক বিক্রি করছি।ঈদ উপলক্ষে শপিং করতে আসা ক্রেতা
ডালিয়া, সুইটি আশামনি হ্যাপি আক্তার শাপলা খাতুন সহ আরও অনেকেই বলেন যে,গত বছরের তুলনায় এবছর ঈদে পোশাকের দাম একটু বেশীই মনে হচ্ছে, তবুও পছন্দের পোশাক বেশি দাম দিয়ে নিতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে  আসা ক্রেতা গন জানান ঈদের
দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন শপিং মল গুলোতে ভীড় বেড়েই চলছে একারণে খুব দ্রুত  সাধ্যের মধ্যে পছন্দের পোশাক নিচ্ছি। ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের  কোন প্রকার অপ্রীতি কর ঘটনা যেন না ঘটে, সেই  বিষয়ে তাঁদের নিরাপত্তার জন্য লালমনিরহাটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছেন।