শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

শঙ্কামুক্ত নন আহত ১২ জনের কেউ : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন।

আজ শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এসব তথ্য জানান। তিনি বলেন, আহত ১২ জনের কেউ শঙ্কামুক্ত নন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে, এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জন ভর্তি আছেন। যাঁরা মারা গেছেন, সেটা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের কারণে। এটা বদ্ধ ঘর থেকে বের হতে পারে না, তখন ওই ধোঁয়া শ্বাসনালিতে চলে যায়। (বেইলি রোডের আগুনের ঘটনায় ভুক্তভোগী) প্রত্যেকেরই তা হয়েছে। যাঁদের বেশি হয়েছে, তাঁরা মারা গেছেন। যাঁরা বেঁচে আছেন, তাঁরা কেউ শঙ্কামুক্ত নন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ সকাল পৌনে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করেছিলেন। তিনি বলেছেন, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব করা হবে।