শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শাক সবজি আর কিনতে হবে না

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

শাক সবজি আর কিনতে হবে না

*বিশেষ প্রতিনিধ ( মো: গোলাম মস্তফা তালুকদার রায়হান )
Emil : talukder.mostafa1990@gmail.com

♻️😲 যদি বলি মাত্র ১ শতক জমিতে আমাদের নিয়মে সবজি চাষ করলে সারাবছর আপনার সবজি কেনা লাগবে না , অনেকেই বিশ্বাস করবে না ।
তবে বিশ্বাস করেন আর না করেন একবার ট্রাই করবেন অবশ্যই ।
🎯 এই টা এমন একটা মডেল যেখানে আপনি সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে । এই মডেলটার জন্য মাত্র এক শতক জায়গা লাগবে ।
আমাদের নিয়মে চাষ করলে আপনাকে কোনো রাসায়নিক সার , কীটনাশক দিতে হবে না।
একবার বেড তৈরী করে নিলে আজীবন শাক সবজি খেতে পারবেন ।

সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি , গ্রীষ্মকালীন এবং শীত কালীন ।
এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট । নরমালি সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে) , তবে দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে, মোট ৭ টা বেড । মাঝখানের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া , বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি , বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া । দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা ।
এবার দেখে নিন কি কি সবজি লাগাবেন ।

গ্রীষ্মকালীন সবজি :
পূর্ব দিকের মাচায় একদিক থেকে ঝিঙ্গা , কাকরোল , পটল , বরবটি ,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক , পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা ।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ ।

শীতকালীন সবজি :
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ , আরেক দিকে খীরা ।
মাঝখানের বেড গুলোর (পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন ,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর ,
তৃতীয় বেডে কাচা মরিচ ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম , অন্যদিকে উস্তা করলা । পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা , ধনিয়া।

আপনার পরিবারের জন্য বিষমুক্ত নিরাপদ শাক সবজি সর্বরাহের দ্বায়িত্ব আপনার ।
এই জিনিস গুলো কেউ আপনাকে বলবে না ।
নিজে করুন , অন্যকে করতে উৎসাহিত করুন ।
*# আমার নিজ প্ল্যান *#