শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মো: কায়সার উদ্দিন, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (১ এপ্রিল) শেরপুরের ঝিনাইগাতীতে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের হলরুমে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তারের স ালনায় কৃষক-কৃসাণীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর রাজ্জাক প্রমুখ। পরে ৪০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি ও ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।