শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে ভিজিএফ’র চাল বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মো: কায়সার উদ্দিন, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী
উপজেলার ভেলুয়া ইউনিয়নে মানবিক সহায়তার আওতায় আসন্ন ঈদ-
উল-ফিতর উপলক্ষে শুক্রবার (৫এপ্রিল) কেকের চর ইউনিয়ন পরিষদে
ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর করিম ২ হাজার ৯ শত ৫৪ জন
উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ২৯,৫৪০ মেট্রিক টন
চাল বিতরণ করেন। এছাড়া ইউপি সদস্য মো: সুলতান সরকার ১ শত
৩৫টি কার্ড সঠিকভাবে বিতরণ করেছেন।
ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত
ছিলেন শ্রীবরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ
হোসেন, ইউনিয়ন পরিসদ সচিব মো; আলম হোসাইন। অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: সুলতান সরকার ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ।