ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

সলামপুরে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

admin
আগস্ট ৩১, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শরিফ মিয়া ইসলামপুর প্রতিনিধিঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে ইসলামপুর নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর উপজেলার বেশ কিছু ইউনিয়ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার (৩০আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ৩১৩ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান মুঠোফোনে বলেন, উপজেলা প্রায় ১২০ হেক্টর জমি রোপা আমন ধান পানি প্লাবিত। তবে দীর্ঘ মেয়াদী বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।