শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৩শে জিলহজ, ১৪৪৫ হিজরি

সাতক্ষীরায় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মোঃ শাহিনুর রহমান শাহিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে পরকীয়ার সর্ম্পকের জেরে আতিয়ার রহমানের নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টায় মধ্য আটারই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হায়দার মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুর ইসলাম, সাগর হোসেন, লিটন হোসেন, শাহিন হোসেন, ভুক্তভোগীর ছেলে তবিবুর রহমান ও স্ত্রী তাসলিমা বেগমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আতিয়ারের সাথে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলায় আটকের পর থানায় তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। আমরা এর প্রতিবাদ ও আতিয়ারের মুক্তির দাবি জানাচ্ছি।