শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাতক্ষীরা পাটকেলঘাটায় বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ মে, ২০২৩

সাতক্ষীরা পাটকেলঘাটায় বজ্রপাতে একজনের মৃত্যু

মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:।

সাতক্ষীরার পাটকেলঘাটায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । নিহত গৃহবধু জয়ন্তী ধর(৪৫) পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্ব দাসপাড়া গ্রামে গ্রামে ২ সন্তানের জননী দিলিপ ধরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মির্জাপুর পূর্বপাড়ার দীলিপ ধরের স্ত্রী জয়ন্তী ধর বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান তুলছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। তাৎক্ষনিক প্রতিবেশিরা উদ্ধার করে বাড়ী নিয়ে এসে স্থানীয় চিকিৎসককে ডেকে আনেন। কর্তব্যরত চিকিৎসক এসে জয়ন্তীকে মৃত ঘোষনা করেন।
নিহতের পারিবারের সদস্য মুকুন্দ ধর জানান, মাঠ থেকে ধান তোলার সময় আকাশে প্রচন্ড ঝড় বাতাস ও বিদ্যুৎ চমকাচ্ছিল। জয়ন্তী এসময নিজেদের ধান মাঠ থেকে দ্রুত ধান তুলতে গিয়েছিল। এসময় বজ্রপাতে তিনি মারা যান। খবর শুনে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।