শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মো: এরশাদেের জন্মদিন আজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক- ভারতের কুচবিহারের দিনহাটিতে ১৯৩০ সালের ২০ই মার্চ এই দিনে জন্মগ্রহন করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মো: এরশাদ।
আজ সকাল থেকেই জাপার কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাপার দুই অংশের নেতারা । সকালে কাকরাইলে জাপার কেন্দ্রিয় কার্যালয়ে কোরআন তেলত্তয়াত বাদ আসর দোয়া ত্ত মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।রাজধানীর বনানীতে দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখবেন। এরশাদের জন্মদিনে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলাসহ জাপার সব ইউনিট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে গতকাল মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এরশাদের জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ এতে বক্তব্য রাখবেন।