শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

“সিরাজগঞ্জ জেলা সাহিত্য পরিষদের ইফতার মাহফিল ও ত্রি-মাসিক”আহ্ববান” ৯ম সংখ্যা প্রকাশের আলোচনা সভা”

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মার্চ, ২০২৪

গত ৩০/০৩/২০২৪ [২] খ্রিঃ রোজ: শনিবার,বিকাল ৫.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা সাহিত্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও ত্রি মাসিক “আহ্ববান” ৯ম সংখ্যা প্রকাশের জন্য একটি আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস “অভাগিনী”এর বিশিষ্ট লেখক,
সাহিত্যক,কবি ও সাংবাদিক খ.ম.একরামুল হক,
সভাপতি, সিরাজগঞ্জ জেলা সাহিত্য পরিষদ। আলোচনা সভায় উপস্থিত সকল কবি ও সাহিত্যিকবৃন্দের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন ও ত্রি মাসিক “আহ্বান” ৯ম সংখ্যা দ্রুত প্রকাশের জন্য এবং নিয়মিত ধারাবাহিক ভাবে সিরাজগঞ্জ জেলা সাহিত্য পরিষদের নামে বই প্রকাশের জন্য সকল কবি ও সাহিত্যিকবৃন্দদের অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন সাহিত্য উপন্যাস লেখক ও কবি খ.ম.একরামুল হক,কবি মোঃ আব্দুর রাজ্জাক,কবি ও সাংবাদিক মীর মোঃ আব্দুল হালিম,কবি ও সাংবাদিক মোছাঃ জুলেখা পারভীন,কবি আখিরা জিনাত মহল,কবি আব্দুল আলীম বাউল,কবি মোঃ সোহাগ আলমগীর,কবি মোঃ তছির উদ্দিন সেখ,কবি জহরওলাল রবি দাস,কবি নীলমনি মজুমদার,কবি এস,এম,শফিকুল ইসলাম,কবি মোছাঃ স্বপ্না ও আরও অন্যান্য। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়। পরিশেষে সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।