শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালন

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলি স্থলবন্দরর র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মহান দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে শ্রমিকলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়।

পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোরশেদ বক্তব্য রাখেন।

বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।