সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হিলিতে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

হিলিতে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষেরা।

মঙ্গলবার (৩০ মে) দিনব্যাপি হিলি চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।

এসময় টেগ অফিসার উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানি, টিসিবির পণ্য বিক্রি ডিলার আলম হোসেন, বিক্রয় কর্মীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, এ উপজেলায় ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৩৬০ টাকায় স্বল্প মূল্য ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। উপজেলার বারোটি নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।