শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

পুতুলের মতো পড়ে থাকা মর্গে মৃত শিশুটি কার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতে বহুতল একটি ভবনে আগুন লাগার ঘটনার পর স্বজনদের খুঁজতে ঢাকা মেডিকেলের মর্গের সামনে জড়ো হন অনেকে।

ঢাকা মেডিকেল কলেজের মর্গের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে আড়াই থেকে তিন বছর বয়সী একটি মেয়েশিশুর মরদেহ। তার মাথার মাঝখানে বাঁধা ঝুঁটিটি তখনো অক্ষত। পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। শিশুটির হাতে, মুখে ও জামা কাপড়ে ছাই লেগে আছে।

পায়ে জুতা নেই, দুই পায়ে দুটো মোজা। বাঁ পায়ের মোজাটি অর্ধেক খোলা। দেখে মনে হচ্ছে কোনো শিশুর অনেক দিন ধরে খেলতে থাকা বিবর্ণ কোনো পুতুল মেঝেতে শুইয়ে রাখা হয়েছে।