রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভূলে যেও – না

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

যেদিন আমি মরে যাবো
আমার জন্য কেউ কেঁদো না
অভাবের দেশে প্রয়োজন নেই কাফনের
দরকার নেই বাঁশ খ্ুটির
শুধু মাটি চাপা দিয়ে রেখে এসো
আমার মূল্যহীন দেহটাকে
মানুষকে ভালো বাসতে যেয়ে
বাবা মায়ের ভালোবাসা হারিয়েছি আমি,
কূ’জনের উপকার করতে যেয়ে,
হয়েছি অবাচ্ঞিত সন্তান।
তবুও কি ভুলতে পেরেছি তোমাদের
– না,
আমার মৃত্যুর পর আমার কবরে,
একটুখানি ¯স্নেহের হাত বুলিয়ে দিও
তাতেই শান্তি পাবো,
অনুভব করবো সর্ব-সুখ
মৃত্যুতে আমারা দুখ নাই
দু;খ পাবো যদি ভুলে যাও।

এম এ আত্তয়াল