ঢাকাWednesday , 23 August 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জায়গা দখলের অভিযোগ অলক গং এর বিরুদ্ধে

কামরুল ইসলাম
August 23, 2023 12:55 am
Link Copied!

কামরুল ইসলাম

সুবীর চন্দ্র কর্মকার গং এর পত্রিক সম্পত্তি দখল করার পায তারা করে আসছে অলক গং। এই নিয়ে দীর্ঘ দিন যাবত মামলা মোকাদ্দমা চলে আসছে স্থানীয় লোহাগাড়া থানা এবং চট্টগ্রাম ১০ আদালতে। জনাব মোঃ নুরুল হুদ্দা জেলা জজ চট্টগ্রাম উক্ত মামলার উপর একটি আদেশ উপস্থাপন করেন যার নং-১তরিখ ২৪-০৮-২০১৬ইং আদেশ নামায় উল্লেখ করেন নির্ধারিত সময় সীমার মধ্যে বিজ্ঞ সহকারি জজ,লোহাগাড়া আদালত সাতকানিয়া চৌকি চট্টগ্রামের অপর – ১২৮/২০০৩ নং মামলার প্রচারিত বিগত ২৯-০৬-২০১৬ ইং তারিখের রায় ও ৩০-০৬-২০১৬ ইং তারিখের ডিক্রির বিরুদ্ধে অত্র আপিল দায়ের করা হয়েছে। ইহা বালাম ভুক্ত করা হোক আফিল কারীর পক্ষে শপথনামাযোগে দেওয়ানী কার্যবিধ আইনের ৩৯ অর্ডার ১/২ রুল ও ১৫১ ধারা একখানা দরখাস্ত দাখিল করিয়া দরখাস্ত বর্ণিত কারণে বিবাদী রেসপন্ডন্টগণ নালিশী সম্পত্তিতে অনুপ্রবেশ করিতে না পারে, নালিশী তফসিলোক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করিতে না পারে তথা হইতে আপিলকারী গং কে জোরে জব্বরে উচ্ছেদ করিতে না পারে তথা হইতে আফিলকারীগণকে জোরে জব্বরে উচ্ছেদ করিতে না পারে এবং নালিশী সম্পত্তিতে কোন মাটি বরাট করিতে না পারে এবং কোন প্রকার কাচাঁ পাকা ঘর নির্মাণ করিতে না পারে এবং নালিশী সম্প্রতির বর্তমান রূপ ও অবস্থানের কোন প্রকার পরিবর্তন করিতে না পারে তার জন্য ১-৮নং বিবাদী / রেসপন্ডেন্টকে বারণ করিয়া অত্র মোকাদ্দামা নিষ্পত্তি হওয়া তক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারী করার আদেশের প্রার্থনা করিয়াছিলেন বিবাদী পক্ষ,।আপিলকারীপক্ষ ফিরিস্তি সহকারে কতেক দলিলাদি সইমহরী নকল ও কতেক খতিয়ান, কমলার ফটোকপি দাখিল করিয়াছে আপিলকারী পক্ষ ১-৯ নং রেসপন্ডেন্টের প্রতি জারির নিমিত্তে তলবানা দাখিল করিয়াছে। নথি শুনানির জন্য পেশ করা হইল অত্র আদেশ প্রচারিত হওয়ার পর আপনিকারী পক্ষ তলবানা সহকারে কারণ দর্শানোর নোটিশ ও অস্থায়ী নিষেধাজ্ঞা দাখিল করিয়াছে আদালত অথচ এই নোটিশ পাওয়ার পরও অলক চন্দ্র গং আদালত কে বৃদ্ধা আঙুল দেখিয়া নিষেধাজ্ঞা অম্যান করিয়া বাড়াটি সন্ত্রাসী মিয়া নিষেধাজ্ঞারিত জায়গার উপর জোরপূর্বক দান রুপন করে উক্ত বিষয়ে লোহাগাড়া থানাকে অবগত করিলি থানা জরুরি ব্যবস্থা গ্রহণ করিলে অলকচন্দ্র ও তার ভাড়াটি সন্ত্রাসী পালিয়ে যাই এই বিষয়ে অল অফ চন্দ্রের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি গায়ের জোর দেখিয়ে ঘটনা সত্যতা স্বীকার করে এবং থানা থেকে অলক কর্মকার এবং সুধীর কর্মকারকে ৪ তারিখ বসার তারিখ ধার্য করিয়া মুখোমুখি জানাইয়া দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST