ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ক্ষতি

শরিফ মিয়া জামালপুর
জুলাই ১৬, ২০২৩ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ক্ষতি

শরিফ মিয়া , জামালপুর

উজানের ঢল, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে জামালপুরে ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

গবাদিপশুর চারণভূমি সহ ডুবে যাচ্ছে ফসলি জমি ।

শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানি বন্দি শঙ্কায় রয়েছে অনেক পরিবার।

বন্যা আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষদের।

বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের একাধিক ব্যক্তি বিটিসি নিউজকে বলেন, গত কয়েক দিন থেকে বন্যার পানি বৃদ্ধি অব্যহতি থাকায় ফসলি জমি ও ঘর বাড়িতে পানি ঢুকে পরেছে। খাবার পানিসহ গবাদিপশুর খাবারে সংকটে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমান বিটিসি নিউজকে জানান, বন্যা মোকাবিলা সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST