ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

শাক সবজি আর কিনতে হবে না

বিশেষ প্রতিনিধ ( মো: গোলাম মস্তফা তালুকদার রায়হান )
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শাক সবজি আর কিনতে হবে না

*বিশেষ প্রতিনিধ ( মো: গোলাম মস্তফা তালুকদার রায়হান )
Emil : talukder.mostafa1990@gmail.com

♻️😲 যদি বলি মাত্র ১ শতক জমিতে আমাদের নিয়মে সবজি চাষ করলে সারাবছর আপনার সবজি কেনা লাগবে না , অনেকেই বিশ্বাস করবে না ।
তবে বিশ্বাস করেন আর না করেন একবার ট্রাই করবেন অবশ্যই ।
🎯 এই টা এমন একটা মডেল যেখানে আপনি সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে । এই মডেলটার জন্য মাত্র এক শতক জায়গা লাগবে ।
আমাদের নিয়মে চাষ করলে আপনাকে কোনো রাসায়নিক সার , কীটনাশক দিতে হবে না।
একবার বেড তৈরী করে নিলে আজীবন শাক সবজি খেতে পারবেন ।

সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি , গ্রীষ্মকালীন এবং শীত কালীন ।
এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট । নরমালি সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে) , তবে দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে, মোট ৭ টা বেড । মাঝখানের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া , বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি , বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া । দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা ।
এবার দেখে নিন কি কি সবজি লাগাবেন ।

গ্রীষ্মকালীন সবজি :
পূর্ব দিকের মাচায় একদিক থেকে ঝিঙ্গা , কাকরোল , পটল , বরবটি ,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক , পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা ।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ ।

শীতকালীন সবজি :
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ , আরেক দিকে খীরা ।
মাঝখানের বেড গুলোর (পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন ,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর ,
তৃতীয় বেডে কাচা মরিচ ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম , অন্যদিকে উস্তা করলা । পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা , ধনিয়া।

আপনার পরিবারের জন্য বিষমুক্ত নিরাপদ শাক সবজি সর্বরাহের দ্বায়িত্ব আপনার ।
এই জিনিস গুলো কেউ আপনাকে বলবে না ।
নিজে করুন , অন্যকে করতে উৎসাহিত করুন ।
*# আমার নিজ প্ল্যান *#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।