গলাচিপাতে একটি ব্রিজ কারণে ভোগান্তি হচ্ছে হাজার হাজার মানুষ
মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিন চর বিশ্বাস ও চর আগস্তির মধ্যে সংযোগকারি একটি ব্রিজের দীর্ঘদিন ধরে বেহাল দশা। ঝুঁ*কিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত পার হচ্ছে দক্ষিন চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শত শিক্ষার্থী ও স্থানীয় মানুষজন। চলাচলের প্রায় অযোগ্য হয়ে পথচারীদের মর/ণফাদেঁ পরিণত হয়েছে ব্রিজটি। বিগত কয়েক বছর ধরে ভেঙে পড়ে থাকায় অনেকটা অকেজো হয়ে পড়ছে। তবুও প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। বিশেষ করে দক্ষিন চর বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই। প্রতিদিনই কোনো না কোনো দু/র্ঘটনা ঘটেই চলছে স্কুল শিক্ষার্থীদের ও পথচারীদের। এমন মরণফাঁদ দেখে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতেও চায় না৷ শিক্ষকদের দাবি দ্রুত এর কার্যকরী পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয়রা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।