#তফশীল_ঘোষণা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়ন বিএনপির তফশীল ঘোষণা করেছে
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আব্দুল কাদের প্রতিনিধি
দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলন সমন্বয়কারী বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহসভাপতি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ইউসুফ আলী।
আজ বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা করেন।এ সময় তাঁর পক্ষে তফশীলে স্বাক্ষর করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন।
এ সময় উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি,ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ছাড়াও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন ৮নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর।
উল্লেখ্যযে,ইতোপূর্বে ৩নং ধনতলা ও ৮নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপির তফশীল ঘোষণা হয়ে কমিটি গঠিত হয়। ইতোমধ্যে ২নং চাড়োল ও ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির তফশীল ঘোষণা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।