ত্রুটিপূর্ণ সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ বন্ধ করে দিলেন ইউএনও
মোঃজাহাঙ্গীরহোসেন
রাঙ্গাবালী (পটুয়াখালী )প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ত্রুটিপূর্ণ নির্মাণ সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করায় কাজ বন্ধ করে দিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
ভবণ নির্মাণ কাজ পরিদর্শণ করেন ইউএনও।
রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ধানখালী মহের উদ্দিন (এমইউ) মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা বিশিষ্ট ভবনের কাজ পরিদর্শন করেন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় ভবনের নির্মাণ কাজে প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ নির্মাণ সামগ্রী (প্লাস্টার বালু, ইটের খোয়া ও পাথর) ব্যবহারের প্রমাণ থাকায় নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে নির্দেশ দেন ইউএনও।
এছাড়াও পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদফতরকে নির্মাণ সামগ্রীর ল্যাব টেস্ট ও জরুরি পরিদর্শন করতে অনুরোধ করেন ইউএনও।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্মাণ সামগ্রীর ল্যাব টেস্ট ও পরিদর্শন রিপোর্ট যাচাই করে গুণগত মান নিশ্চিত করে পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে আমাদের সর্বোচ্চ প্রয়াস অব্যাহত থাকব।