দিনাজপুর হিলিতেপহেলা বৈশাখ উপলক্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী
বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে ২৮৫/১১ এস সাব পিলারের কাছে শুভেচ্ছা বিনিময় করে সীমান্তরক্ষী বাহিনী দুটি। এ সময় উভয়ে নিজেদের মাঝে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।
এসময় উপস্থিত ছিলেন বিএসএফ এর মহাপরিচালক ড.এস.এল থাউসেন এবং বিজিবি এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর।
এছাড়াও জয়পুরহাট- ৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলামসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।