ঢাকাThursday , 27 July 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর হিলিতে কমছে কাঁচা মরিচের দাম

Link Copied!

দিনাজপুর হিলিতে কমছে কাঁচা মরিচের দাম

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দেশি কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজিতে দাম কমেছে ১০০ টাকা। আর খুচরা বাজারে কমেছে ৮০ টাকা।

বুধবার (২৬ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি কাঁচা মরিচ পাইকারি বাজারে ১০০ টাকা আর খুচরা বাজারে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে পাইকারি বাজারে ১৮০ টাকা আর খুচরা বাজারে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

কাঁচা মরিচ ক্রেতা মো. ফরহাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত সপ্তাহের চেয়ে দাম কেজিতে ৮০ টাকা কমেছে। গত সপ্তাহে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি ৫০ টাকা দিয়ে, আর আজ কিনলাম ৩০ টাকায়। দাম আরও একটু কমলে ভালো হতো। বেশি দামের কারণে অনেকে কাঁচা মরিচ কেনা ছেড়ে দিয়েছে।’

হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা শাহিন হোসেন বলেন, ‘কাঁচা পণ্যের বাজার যখন যে দাম যায় আমরা তার থেকে কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করি। কারণ অনেক সময় কাঁচা মরিচ পচে নষ্ট হয়ে যায়। আবার অবিক্রীত থাকায় শুকিয়ে ওজন কমে যায়।’

হিলি বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, ’কাঁচা পণ্যের দাম নির্ভর করে আমদানির ওপর। যখন আমদানি বেশি হয়, তখন দাম কম থাকে। আবার যখন আমদানি কম হয়, তখন দাম বেশি হয়।’

তিনি বলেন, ’এখন বাজারে কাঁচা মরিচের সরবরাহ একটু বেড়েছে। আর এই বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও হিলি বাজারে পাওয়া যায় না। বেশি লাভের আশায় আমদানিকারকরা নিজ খরচে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ কৃষকদের কাছ থেকেই ১৮০ টাকা দরে কিনতে হয়েছে। আর বিক্রি করেছি ২০০ টাকা কেজি দরে। আজ নওগাঁর কৃষকদের কাছ থেকে ১০০ টাকা কেজি দরে কিনে ১২০ কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ১২০ টাকা কেজি দরে। তবে সরবরাহ বাড়লে দাম আরও কমবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST