বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তে নিহত এক
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অতিরিক্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে,
আক্রান্ত ব্যক্তির নাম
মো: হাফিজার রহমান (৭৫) তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুমিড়া এলাকার বাসিন্দা।
জানা যায়
মঙ্গলবার সকালে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি থাকা অবস্থান তিনি মারা যান।
এ বিষয়ে
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, হাফিজার বুধবার জ্বরে আক্রান্ত হবার পর শনিবার শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হলে সোমবার দুপুর ২টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন । তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিলো না। রক্তচাপ বেড়ে গিয়েছিলো অতিরিক্ত
,
বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দুজন।