ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক

রংপুরের বদরগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

স্পেশাল রিপোর্টার, মোঃ রিফায়েত ইসতিয়াক হৃদয়
জানুয়ারি ১৮, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের বদরগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

স্পেশাল রিপোর্টার, মোঃ রিফায়েত ইসতিয়াক হৃদয়

রংপুরের বদরগঞ্জের, পৌরশহরের ৮নং ওয়ার্ডের, বালুয়াভাটা লিচুবাগানে মৃত্যু. খেজের উদ্দিনের পুকুরে আজ সকালে একজন মৃতব্যক্তির লাশ ভেসে ওঠে।জানা যায় মৃতব্যক্তিটির নাম মোকাদ্দেস(২৫), তার বাসা দিনাজপুরের ফুলবাড়ীতে। তিনি বদরগঞ্জ রেলওয়েতে গত ৬ জানুয়ারি খালাসী হিসেবে বদলি হয়ে এসেছেন বলে নিশ্চিত করেন বদরগঞ্জ রেলওয়ের মেট শফিকুল ইসলাম,তিনি আরো বলেন গত ৮ জানুয়ারি মোকাদ্দেস চাকরিতে জয়েন্ট করে তার অধীনে কাজ করছেন। ঘটনাস্থল থেকে জানা যায়, মোকাদ্দেস প্রথমত ৯ জানুয়ারি লিচুবাগান কেবিএম ছাত্রাবাসে অবস্থান করছিলেন কিন্তু, আর্থিক সচ্ছলতার কারণে সেখানকার নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়ার ফলে তিনি কেবিএম ছাত্রাবাসের সকল লেনদেন সম্পূর্ণ করে, পাশেই অবস্থিত সপ্নীল ছাত্রাবাসে ১৫ই জানুয়ারি স্থানন্তর হয়েছে বলে জানান কেবিএম ছাত্রাবাসের ম্যানেজার ফারুক। পরবর্তীতে স্বপ্নীল ছাত্রাবাসে থাকাকালীন অবস্থায় গতকাল গভীর রাতে এমন ঘটনা ঘটেছে বলে আন্দাজ করেছেন পুকুরের উপরে অবস্থিত বাসার মালিক সবুজ। ঘটনাটিকে কেন্দ্র করে স্বপ্নীল ছাত্রাবাসীর মালিক সুলতানা পারভীন দয়ালী জানান তিন দিন হয় মোকাদ্দাস তার ছাত্রাবাসী উঠেছেন তিনি সকালে আটটার দিকে চাকরিতে বেরিয়ে যান সন্ধ্যায় ফেরেন এর বেশি আর কিছুই জানেন না তিনি এবং ওই ছাত্রাবাসের মনিটর মালিক দুটোই তিনি ছাত্রাবাসের নিয়ম অনুযায়ী রাত দশটার পর কেউ বাইরে অবস্থান করতে পারবেন না দশটার মধ্যে তালা বদ্ধ হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও তিনি গতকাল রাত এগারোটায় সময় রুম থেকে বের হয়ে গিয়েছেন বলে জানান তার রুমমেট রফিকুল ইসলাম। তিনি আরো বলেন।মোকাদ্দেস বের হয়ে যাওয়ার পরপরই তিনি ঘুমিয়ে পড়ছিলেন ওই ছাত্রাবাসীর পাশের রুমেই মুকাদ্দাসের আরো দুজন কলিগ মাজিদুল ইসলাম ও সুরুজ মিয়া থাকেন বলে জানান তারাও সকালে বেলা এমন ঘটনা দেখে হতবাক হয়েছেন বলে জানিয়েছেন। আজ সকাল আনুমানিক নয়টার সময় ওই ছাত্রাবাসীর রেজন নামে একজন ব্যক্তি পুকুরের লাশ বাশতে দেখে ট্রিপল লাইনে কল করে পুলিশকে জানান তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে লাস্টটিকে উদ্ধার করেন এব্যাপারে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লতিফ বলেন আমরা লাস্ট উদ্ধার করে মরগে পাঠিয়েছি আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের প্রক্রিয়াকরণ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।