দেশের তথ্য প্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)২০২৪-
২০২৬ কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন শেখ আনিস।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে গত বুধবার (৩/৪/২০২৪) তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্য নির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বন্টন করা হয়।
নির্বাচনে মোট ভোটার ২ হাজার ১৫০ থাকলেও ভোট দিয়েছেন ১ হাজার ৪৬৬ ভোটার।২৯ টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৩৫০ ভোট পেয়েছেন নবনির্বাচিত মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া এবং নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত সরকার।
কম্পিউটার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাজমুল আলম ভূঁইয়া ও মোঃ আমির হোসেন
পংকজ দে
উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী গোপালগঞ্জ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।