বিরামপুরের সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু
বিরামপুর স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বিরামপুরে কলাবাগান মোড়ে সোমবার রাত ৯.৩০ মিঃ দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে সাইকেল আরোহী মোঃ জাহির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ফুলবাড়ি থেকে আগত দ্রুতগামী পিকআপ ধাক্কা দেয়, স্থানীয় জনতা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুরে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাজুল ইসলাম তাকে মৃত্য ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে ও লাশ পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছ। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর টাটকপুর (নয়াপাড়া) গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি বিরামপুর উপজেলা শাখার সহঃ প্রচার সম্পাদক।