ময়মনসিংহ শহরে জন দূর্ভোগ ও যানজট নিরসনে পুলিশের অভিযান
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় শহরের স্টেশন রোড ও গাঙীনার পাড় অন্যতম ব্যস্ততম সড়ক।এই সড়কগুলোর দুই পাশে প্রতিনিয়তই বাড়ছে অবৈধ ভাবে ফুটপাত দখল।তা নিরসনে ব্যবসায়ী ও জনগনের দাবির পরিপেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন জন দূর্ভোগ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ব্যাস্ত সময় পার করেন আর সুযোগে ময়মনসিংহ নগরীর জনবহুল ও ব্যাস্ততম বানিজ্যিক এলাকা ঐতিহাসিক গাংগিনার পারে ফুটপাতে অবৈধ ভাবে বিভিন্ন ধরনের দোকানীরা ফুটপাত জবরদখল করে জন দুর্ভোগ ও যানজটের সৃষ্টি করে যার ফলে বিষয় টি নগরবাসী সর্ব মহলে বিষ ফোড় দৃষ্টি গোচর হয় পরবর্তীতে বিষয় টি কোতোয়ালী মডেল থানা ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম এর নজরে আসলে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে এবং উর্ধতন কর্মকর্তার নির্দেশে জনস্বার্থে ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সাথে নিয়ে ১৪ জানুয়ারি রেলওয়ে ষ্টেশন মোড় থেকে গাংগিনার পাড় পরযন্ত ফুটপাত জবরদখল মুক্ত পুলিশি অভিযান চালায় এবং বিভিন্ন অবৈধ ফুটপাত দোকানিদের কে ফুটপাতে দোকান বসিয়ে জন দুর্ভোগ ও যানজট সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহবান জানান অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী করেন এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ।