ঢাকাSunday , 14 January 2024
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. উদ্বোধন
  8. কৃষি বার্তা
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জানাজা
  13. ডাকাতি
  14. তথ্য প্রযুক্তি
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ শহরে জন দূর্ভোগ ও যানজট নিরসনে পুলিশের অভিযান

Link Copied!

ময়মনসিংহ শহরে জন দূর্ভোগ ও যানজট নিরসনে পুলিশের অভিযান
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় শহরের স্টেশন রোড ও গাঙীনার পাড় অন্যতম ব্যস্ততম সড়ক।এই সড়কগুলোর দুই পাশে প্রতিনিয়তই বাড়ছে অবৈধ ভাবে ফুটপাত দখল।তা নিরসনে ব্যবসায়ী ও জনগনের দাবির পরিপেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন জন দূর্ভোগ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে  কেন্দ্র করে  সারাদেশের  ন্যায় ময়মনসিংহেও আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনী  পুলিশ  ব্যাস্ত সময়  পার করেন   আর সুযোগে  ময়মনসিংহ নগরীর জনবহুল  ও  ব্যাস্ততম বানিজ্যিক  এলাকা  ঐতিহাসিক  গাংগিনার  পারে  ফুটপাতে  অবৈধ ভাবে  বিভিন্ন  ধরনের  দোকানীরা  ফুটপাত  জবরদখল করে  জন দুর্ভোগ  ও  যানজটের সৃষ্টি  করে    যার ফলে  বিষয় টি   নগরবাসী সর্ব মহলে   বিষ ফোড় দৃষ্টি গোচর  হয়   পরবর্তীতে বিষয় টি কোতোয়ালী মডেল থানা ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ  শহিদুল ইসলাম  এর  নজরে  আসলে উর্ধতন  কর্মকর্তার সাথে  আলোচনা  করে  এবং  উর্ধতন  কর্মকর্তার নির্দেশে  জনস্বার্থে  ইনচার্জ  ইন্সপেক্টর  মোঃ শহিদুল ইসলাম  সঙ্গীয় অফিসার  ও  ফোর্স সাথে  নিয়ে   ১৪ জানুয়ারি   রেলওয়ে  ষ্টেশন  মোড় থেকে  গাংগিনার  পাড়  পরযন্ত   ফুটপাত  জবরদখল  মুক্ত  পুলিশি  অভিযান  চালায়  এবং  বিভিন্ন  অবৈধ  ফুটপাত  দোকানিদের কে ফুটপাতে  দোকান বসিয়ে  জন দুর্ভোগ  ও যানজট  সৃষ্টি    না করার জন্য  সকলের  প্রতি আহবান  জানান   অন্যথায় আইনানুগ  ব্যবস্থা  গ্রহন  করা  হবে  বলে  হুশিয়ারী করেন   এবং  এই উচ্ছেদ  অভিযান  অব্যাহত থাকবে ।

Design & Developed by: BD IT HOST