মাঠ করার নাম দিয়ে পাহাড় কাটা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কামরুল ইসলাম
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা’র পূর্ব কলাউজান” লক্ষণেরখীল বুদ্ধ শ্মশানের দক্ষিণ পাশে” নির্বিচারে চলছে পাহাড় কাটার মহোৎসব।
এই বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে দৃষ্টি আকর্ষণ করছেন” স্থানীয় জনতা”
এবং সেই সাথে মাননীয় ভূমি প্রতি মন্ত্রী ও চট্টগ্রাম জেলা প্রশাসক সহ লোহাগাড়া উপজেলা প্রশাসনে”র
সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা”
স্থানীয়রা বলেন খেলার মাঠের”নাম ভাঙ্গিয়ে এইভাবে নির্বিচারে পাহাড় কেটে বন সম্পদ বিলীন করে পেলছে। শুধু তাই নয় যেই মাটি খেকোদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করছেন লোহাগাড়া উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভূমি সেই সময় কি ভাবে পাহাড় কাটা হচ্ছে নিশ্চয়ই এই বিষয়ে উপজেলা প্রশাসনের ইশারা রয়েছে।
মাটি বিক্রি করার নাম”খেলার মাঠ প্রস্তুত করা নয়।
এই বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খাঁন বলেন
নির্বিচারে পাহাড় কাটায়।
জলবায়ু পরিবর্তনের কারণে ৫০ বছরে অন্তত ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ ভাগ প্রাণ হানি ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউ/এম/ও। এই সময়ে চরম আবহাওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। আবু বক্কার নামের এক ব্যক্তী বলেন খেলার মাঠের কি অভাব? তাই বলে পাহাড় কাটতে হবে? ভূমি দস্যুরা কখন থামবে?