মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বান্ধন উড়াও কে গ্রেফতার করেছে র‌্যাব

মোঃ গোলাম মস্তফা তালুকদার বিশেষ প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল আজ ২৫ ফেব্রুয়ারি, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাঁচবিবি উপজেলার রূপাপুর গ্রামের মৃত লাহারু উড়াওর ছেলে বান্ধন উড়াও (৪৪) কে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে পুলিশ সদস্য কয়া গ্রামে ওৎ পেতে থাকা অবস্থায় দুজন ব্যক্তি হেটে আসার সময় তাদেরকে থামতে বললে, একজন দৌড়ে পালিয়ে যায় এবং বান্ধন উড়াও কে আটক করে। এ সময় বান্ধন উড়াও এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

পরবর্তীতে গত ২০ নভেম্বর জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন ৭০ বোতল ফেনসিডিল আটকের মাদক মামলায় বান্ধন উড়াও কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশসহ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *