মেহেরপুরে ফসলের সাথে শত্রুতা,রসুন উপড়ে তসরুপ
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর ক্রাইম রিপোর্টার
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাঠে দূবৃত্তরা রসুন কেটে ও উঁপড়ে ফেলে তসরুপাত করেছে।
শনিবার দিবাগত রাতের কোন এক সময় মাঠের ফসল রসুন কেটে তসরুপাত করেছে বলে রসুন চাষী মনিরুল ইসলাম জানায়।
গোভীপুর গ্রামের রসুন চাষী মনিরুল ইসলাম আরও জানায়, তার শরীকানা সূত্রে প্রাপ্ত বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পিছনের দিকে কদবেলতলা মাঠে জমিতে রসুন রোপণ করেছিলেন। রসুনগুলো এখনো তোলার সময় না হওয়ার পূর্বেই রাতের আঁধারে রসুনগুলো কেটে ও উঁপড়ে ফেলে তসরুপাত করা হয়।
রসুন চাষী জমির মালিক মনিরুল ইসলাম জানান, গোভীপুর গ্রামের জয়নাল, কাউসার, রকিব সহ তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
এ ছাড়া তারা আমার রোপণকৃত ফসলের ক্ষতি করবে বলেও বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার এক পর্যায়ে গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় প্রায় ৫কাঠা জমির রসুন কেটে ও উঁপড়ে ফেলে তসরুপাত করে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় চাষী মনিরুল ইসলাম বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন।