ঢাকাTuesday , 18 April 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

যশোর পালবাড়ি ইজিবাইক সহ ড্রাইভার নিখোঁজ

Link Copied!

যশোর পালবাড়ি ইজিবাইক সহ ড্রাইভার নিখোঁজ

সোহাগ সরদার,খুলনা ব্যুরো

গতকাল ১৬/০৪/২৩ ইংরেজি তারিখে, রবিবার, যশোর সদর পালবাড়ী এলাকা থেকে,ড্রাইভার মামুন (৩০) হলুদ রঙের একটি বরাক ইজিবাইক ৫ টি ব্যাটারি সহ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।

ড্রাইভার মামুন (৩০) যশোর কোতোয়ালি মডেল থানার রেলগেট এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা ড্রাইভার মোঃ শহীদের পুত্র।

এ ব্যাপারে গাড়ির মালিক যশোর কোতোয়ালী মডেল থানার, এলাকার কৃষ্ণবাটি এলাকার মোঃ মনসুর মোল্লার পুত্র মোঃ রবিউল ইসলাম (২৮) বলেন আমার ইজিবাইকটি যশোর পৌরসভা কর্তৃক প্রদত্ত ব্লু বুক নম্বর-৩৯০০/ যার মূল্য আনুমান ১৫০.০০০/এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ড্রাইভার মামুন গত দুই মাস হইতে আমি রবিউল ইসলামের বাড়ি হইতে প্রতিদিন সকালে ইজি বাইক টি ভাড়া নিয়ে রাতে জমা দিয়ে যায়, প্রতিদিনের ন্যায় ১৬/০৪/২৩ ইংরেজি
তারিখে রাত অনুমান ১০:০০ টার দিকে ড্রাইভার মামুনের মুঠোফোনে ফোন করিলে, তিনি জানাই আমি যশোর পালবাড়ি এলাকাতে যাত্রী নিয়ে এসেছি ইজিবাইকটি জমা দিতে দশ মিনিট সময় লাগবে, আমি পুনরায় ১০:৩০-মিনিটে মামুনের মুঠোফোনে ফোন করিলে মামুনের ফোন নাম্বার বন্ধ পাই,
এরপর হইতে মামুনের সঙ্গে যোগাযোগ করা আর কোনো সম্ভব হয়নি।

এ ব্যাপারে গাড়ির মালিক মোঃ রবিউল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।