রাস্তা নির্মান কাজ অতি নিম্ন মানের হওয়ায় আবারো নির্মান কাজ বন্ধ
।।মোঃ আব্দুস সবুর কাদের (দুলাল) স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জামুন হবিবরের ভাটা থেকে খেকিডাংগী হযরত চখিদারের বাড়ী পর্যন্ত পাকা রাস্তার নির্মান কাজ চলছে।
বালুর পরিবর্তে মাটি,অতি নিম্ন মানের ইট ও রাস্তার তোলা মাটি পূনরায় রাস্তায় দেয়া হচ্ছে।এবং বালু ফিল্মে রোলার ছাড়ায় কাজ হচ্ছে।
হরিপুর উপজেলা এল জি ই ডি কর্মকর্তা মোঃ মাইনুদ্দিনের নিকট বারবার অভিযোগ করার পরও কোন কাজ হচ্ছে না।
গতকাল মানবাধিকার প্রতিদিনের ও দৈনিক তথ্য বার্তা পত্রিকার আব্দুর সবুর কাদেরী (দুলাল) নিরুপায় হয়ে আবারো সরেজমিনে তদন্ত করার পর ভিডিও চিত্র সহ ঠাকুরগাঁও জেলা প্রসাসক বরাবরে অভিযোগ করেন।
আজ ৭ জুলাই বেলা ১২ টার সময় মশালডাংগী ওয়ার্ডের মেম্বার মোঃ আলী হুসেন আবারো রাস্তার নির্মান কাজ বন্ধ করে দেন।
উল্লেখ গত ৭ জুন একই রাস্তায় একই অভিযোগে জামুন গ্রামের জনসাধারণ নির্মান কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে রাস্তার ঠিকাদার রানীসংকৈল উপজেলার মোঃ মিঠুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন না।