লোহাগাড়াবাসীকে লোডশেডিং নামক যন্ত্রণা থেকে মুক্তি দিন মুক্তি চাই
কামরুল ইসলাম
ডিজিএম মহোদয়,লোহাগাড়া জোনাল অফিস।
পটিয়া (১) চট্টগ্রাম। লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জানতে চাই দোহাজারী প্রতিষ্ঠিত
জাতীয় গ্রীড থেকে লোহাগাড়া উপজেলার জন্য কত মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ আছে?আমরা যা বরাদ্দ পাই তা দিয়ে (২৪ ঘন্টা)একদিনে কত ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারেন এবং করেন
যদি ১২ ঘন্টা লোডশেডিং এর প্রয়োজন হয় তাহলে এক নাগাড়ে ৩/৪ দফায় লোডশেডিং না দিয়ে এই লোডশেডিং অন্য ভাবে পুরণ করা যায় কিনা?
ঘন্টার মধ্যে ২/৩ বার ভেলকিবাজি না করে সিডিউল করে বিদ্যুৎ সরবরাহ করা গেলে লোডশেডিং এর কষ্ট অনেকাংশে লাঘব হতো।
বিদ্যুৎ সরবরাহ থাকাকালীন প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করা যেতো।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি, লোডশেডিং সম্বন্ধে অজ্ঞ এই অধম অজানা বিষয়টি জানতে ইচ্ছুক। দয়া করে জানাবেন।
আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছি।এই কষ্ট থেকে আমাদের মুক্তি চাই মুক্তি দিন