শুভ উদ্বোধন এর অপেক্ষায় থাকা বি আই ডব্লিও টিসি এর জন্য নব নির্মিত ফেরী এর বহর।
মোঃ সালেক উদ্দিন।
প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা।
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর ২০২৩ইং
শুভ উদ্বোধন এর অপেক্ষায় থাকা বি আই ডব্লিও টিসি এর জন্য নব নির্মিত ফেরী এর বহর।
অদূরেই দেখা যাচ্ছে নির্মানাধীন ৭ টি উপকূলগামী ও ক্রুজ ভ্যাসেল।
.বি আই ডব্লিও টিসি এর ফেরী এর বহরে যুক্ত হচ্ছে ৬ টি অত্যাধুনিক ইম্প্রুভ মিডিয়াম টাইপ (মিনি রো রো) ফেরী। ফেরী গুলো বেশ কিছু নদীর নামে নামকরন করা হয়েছে – চিত্রা, কপোতাক্ষ, ধানসিঁড়ি, মহানন্দা, বাইগার ও গৌরি নামে।
.খুব শীঘ্রই ফেরী গুলো আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়ে সার্ভিসে যুক্ত হবে ইনশাআল্লাহ। ফেরীগুলো নির্মান করেছে জাহাজ নির্মান কারী প্রতিষ্ঠান কর্নফুলী শিপ বিল্ডার্স লি.।
.বি আই ডব্লিও টিসি এর পুরোনো রুট গুলো ছাড়াও, নতুন অনেক গুলো রুট চালু হয়েছে ও চালু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত রুট গুলোতে ফেরী গুলো চলবে।
এর মাঝে সন্দ্বীপের জন্য কোন ফেরী বরাদ্দ থাকার সম্ভাবনা শোনা যাচ্ছে না।