শোক সংবাদ
ঠাকুরগায়ে তরুণ ইউপি চেয়ারম্যানের অকাল মৃত্যু
মোঃ আব্দুস সবুর কাদেরী দুলাল স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পাভেল তালুকদার (৩২) গত ২৪ শে মে রাত ১ টা একটা ৪৫ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ভাই-বোন তিন মাসের শিশু সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের দু দুবারের চেয়ারম্যান ছিলেন তিনি।
তার মৃত্যুতে আমগাঁও ইউনিয়ন সহ হরিপুর উপজেলায় শোকের মাতম চলছে।
পর দিন গত ২৫ মে বিকাল সাড়ে ৫ ঘটিকায় নন্দগাঁও তালুকদার পাড়া এতিমখানা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।