সখীপুরে যাদবপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

মোঃআঃহামিদ(মুকুল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল (শনিবার) ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ্যাড. আহমেদ আযম খান ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি। বিশেষ অতিথি দিপু হায়দার খান সভাপতি টাঙ্গাইল জেলা কৃষক দল, খোরশেদ আলম মাষ্টার সাবেক সভাপতি সখিপুর উপজেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা সাহজাহান সাজু প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন সভাপতি সখিপুর পৌর বিএনপি, মীর আবুল হাশেম সাধারন সম্পাদক সখিপুর পৌর বিএনপিসহ যুবদল, ছাত্র দল এবং বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠন।

ইফতারের পূুর্বে উপজেলা বিএনপির সভাপতি শাহজহান সাজু সংক্ষিপ্ত মুক্ত আলোচনায় বলেন সংগঠনের জন্য নিষ্ঠা ও ধৈর্য্যের প্রয়োজন। নিষ্ঠা ও সততার সাথে কাজ করলে, সংগঠন শক্তভাবে গড়ে উঠবে নিশ্চিত। এতে সকলের সহযোগিতা কামনা করেন।বিভিন্ন এলাকা হতে আগত উপস্থিত নেতৃবৃন্দকে সভাপতি ধন্যবাদ জানান।
ইফতারের পূর্বে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।মোনাজাত শেষে রুচি সম্মত খাবারের মাধ্যমে ইফতার করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *