ঢাকাWednesday , 19 July 2023
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. উদ্বোধন
  8. কৃষি বার্তা
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জানাজা
  13. ডাকাতি
  14. তথ্য প্রযুক্তি
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় জুয়েলার্স সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

Link Copied!

সাতক্ষীরায় জুয়েলার্স সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
মোঃ হাফিজ
সাতক্ষীরা সদর
সাতক্ষীরায় জুয়েলার্সে সমিতির সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় শহরের খান মার্কেটস্থ সংগঠনের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও অডিটর মো. আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র কর্মকার ও স্বর্ণ শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে প্রমুখ। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্বর্ণ শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

Design & Developed by: BD IT HOST